সুখের অসুখ
নূরুল ইসলাম নূরচান
আমার সুখের অসুখ
দু' লাখ তিরিশ দিয়ে
সুখ এনেছিলাম
বিশ বসন্ত আগে।
বাসা- হাসপাতাল
করে করে এখন
বড্ড বেশি ক্লান্ত আমি
তবুও সুখ ভালো নেই।
মাঝে মাঝে সুখ বলে-
'আমি পরপারে চলে গেলে
তুমি আমার দুটি সন্তানের
প্রতি খেয়াল রেখো!'
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.