করোনায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। ফলে দেশে করোনায় মোট মৃত্যু না বেড়ে ২৯ হাজার ১১৪ জনই রয়েছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। ফলে শনাক্ত একশ' এর নিচে নামল। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন।
এর আগে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৫, ১৬ ও ১৭ মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। তবে গতকাল শুক্রবার করোনায় দুইজন মারা যান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.