কোরআন পড়
:আনোয়ার হোসেন:
কোরআন পড় কোরআন শিখ
কোরআনের আইনে চলো ।
কোরআন মোদের জীবন বিধান
সব মানবকে তা বলো ।
কোরআনকে বুকে রাখ
পাবে দীলে শান্তি।
মরার পরে কোরআন সাথী
দুর হবে কবরের ক্লান্তি।
নিজে নিজে পড়লে কোরআন
লাভ হবে না ভাই ।
সব মুমিনকে জানিয়ে দাও
কোরআন সঠিক তাই।
বাড়ী গাড়ী ধন দৌলত
সবই পরে রবে।
কোরআন যদি দীলে থাকে
কবরের সাথী হবে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.