নিজস্ব সংবাদদাতা:
মাধবদীর সুনামধন্য ফ্রিলান্সার আইটি ইন্সটিটিউট কর্তৃক অদ্য বিকাল ৪ ঘটিকায় ক্যারিয়ার গাইড লাইন ও সার্টিফিকেট বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ- পরিচালক মোস্তফা আজিজুল করিম। সভাপতিত্ব করেন ফ্রিলান্সার আইটি ইন্সটিটিউট এর সিইও মোহাম্মদ ইউসুফ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যাবাড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী হাজী আবেদ আলী কলেজ'র প্রভাষক বেলাল আহমেদ।মোঃ সোহরাব হোসেন,সহকারী শিক্ষক,ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়। উক্ত প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনার সাব্বির আহমেদ, স্পোকেন ইংরেজি বিভাগের মেন্টর মোঃ আরিফুল ইসলাম, কোয়ালিটি ম্যানেজমেন্ট এর মোঃ রাহাত, উপস্থাপনায় ছিলেন গ্রাফিক্স ডিজাইনার মোঃ মুরাদ হোসেন, ডিজিটাল মার্কেটার প্রীতম এবং গ্রাফিক ডিজাইনার তৌহিদসহ আরো অনেকেই। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন তোমাদের শুধু সার্টিফিকেট অর্জন করলেই চলবেনা মানুষের মতো মানুষ হতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় বেলাল আহমেদ বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষ নাগরিকের কোন বিকল্প নেই।আর দক্ষ নাগরিক গড়ে তোলতে ফ্রিলান্সার আইটি ইন্সটিটিউট দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দিন দিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে সবাই উক্ত প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করেন এবং পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.