সম্প্রতি একটি ভিডিও নেটমাধ্যমে এসেছে। সামনাসামনি সাপ দেখে ভয় পেলেও, এই ভিডিওর সাপের পরিবার দেখে ভাল লাগতে বাধ্য। ঘর থেকে কচিকাঁচারা উঁকি মারছে।
কেউ আসছে কি না, সতর্ক নজর সে দিকেই। গলা উঁচু, চোখ স্থির, কেউ মুখ বাড়িয়ে, কেউ মুখটা সামান্য বার করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে।
না, কোনও মানুষের কথা বলা হচ্ছে না এখানে। সাপেদের পরিবারের কথা বলা হচ্ছে। সপরিবারে তারা গর্ত থেকে মুখ বাড়িয়ে কী যেন মেপে নেওয়ার চেষ্টা করছিল। তীক্ষ্ণ নজর। যদিও বলা হয়, সাপের দৃষ্টি ক্ষীণ। আসলে তাঁরা ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝে নিতে চাইছে সামনে কোনও বিপদ আছে কি না!
সম্প্রতি একটি ভিডিও নেটমাধ্যমে এসেছে। সামনাসামনি সাপ দেখে ভয় পেলেও, এই ভিডিওয় সাপের পরিবার দেখে ভাল লাগতে বাধ্য। সাপের এমন ছবি খুব কমই দেখা যায়। পুরো পরিবার এক সঙ্গে একটি আর একটির প্রায় ঘাড়ে চেপে একই দিকে তাকিয়ে রয়েছে।
উড়িষ্যার কেওনঝড় জেলার দেহেনকিকোটে বনাঞ্চল অঞ্চলে সাপটির দেখা মিলেছে। জঙ্গল থেকে বেরিয়ে এসে সাপটি একটি ঘরে ঢুকে পরে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই হতবাক নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই এমন কত ভিডিও ভাইরাল হয়ে চলেছে। কিন্তু এই ভিডিওটি দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ হয়ে গেছে নেট জনতার। সাপটি কোন প্রজাতির এই ব্যাপারে জানা না গেলেও এমন অদ্ভুত আকৃতি দেখে বেশ ভয় পেয়েছেন সবাই।
এমনিতেই সাপকে সবাই ভয় পায়। তার উপরে এমন অদ্ভুত দু-মাথাওয়ালা সাপ দেখে আরোই ভয় পেয়েছে মানুষ। উড়িষ্যার কেওনঝড় জেলার দেহেনকিকোটে বনাঞ্চল অঞ্চলে সাপটির দেখা মিলেছে। জঙ্গল থেকে বেরিয়ে এসে সাপটি একটি ঘরে ঢুকে পরে।সাপটির একটি শরীর ও দুটো মাথা। জানা যাচ্ছে মস্তিষ্ক আলাদা হওয়ার কারণে তারা পৃথক আচরণ করে। অর্থাৎ খাবারের জন্য তাদের একে অপরের সঙ্গে লড়াই করতেও দেখা মিলেছে।সভ্যতার বিকাশ যতই ঘটছে, বনভূমির পতন হচ্ছে। ফলে বন্য প্রাণীরা বাসস্থান হারাচ্ছে। এমনকি তাদের খাদ্য সংশয় দেখা দিয়েছে। তাই তারা ভুল বশত বনাঞ্চল ছেড়ে ঢুকে পরে লোকালয়ে। যার ফলে তারা অনিচ্ছাকৃত মানুষের ক্ষতি করে।আবার মানুষরা কখনও ভয় পেয়ে সে বন্য প্রাণীকে মেরে ফেলে। সব মিলিয়ে দেখতে গেলে বন্য প্রাণীরা ক্ষতির মুখে রয়েছে। তাদের বাঁচাতে গাছ লাগানো প্রয়োজন। নয়তো এইভাবে একদিন সব প্রাণী বিলুপ্ত হয়ে যাবে।
সূত্র: এফবি
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.