প্রতীকি ছবি.
নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুরে নিজ বাড়িতে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ফুলু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চন্ডীবর্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলু মিয়া মৃত আলাউদ্দিনের ছেলে।
উপজেলার দুলালপুর ইউপি সদস্য তাইবুল ইসলাম জানান, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে নিহত ফুলু মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী মহাসিন তার পিতা নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সে আউমাউ করে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন এসে আমাকে জানালে আমি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে জানাই।
ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা এ বিষয়ে জানান, ইউপি সদস্য তাইবুল আমাকে খবর দিলে আমি পুলিশ কে জানাই।
শিবপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.