মাহবুব খান:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো:গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০) জানুয়ারি বিকেলে শিবপুর উপজেলা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত ও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, রবিবার (২৯শে জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী সরকারী কাজ করছিলেন। এসময় তার কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার ঢুকে পড়েন। কথা বলার এক পর্যায়ে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করেন ঠিকাদাররা। এসময় তারা প্রকৌশলীকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.