কাদির কিবরিয়া
বিভিন্ন কারণে শিবপুর উপজেলা নরসিংদী জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অএ উপজেলায় নয়টি ইউনিয়ন সহ রয়েছে শিবপুর পৌরসভা।আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে পিবপুরে চলছে ভোটার হালনাগাদ কার্যক্ষম। গত ২০ মে চালু হওয়া কার্যক্ষম চলবে তিন সপ্তাহ।কিন্তু জন্ম সনদের জটিলতার কারণে শত শত ছেলে /মেয়ে সহ শিক্ষার্থীদের পিতা-মাতার জন্ম সনদ সংশোধন /অনলাইন না থাকায় চলমান ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে । বিগত ৫ মাস পূর্বে জন্ম সনদ সংশোধনেরর জন্য আবেদন করা হলেও এখনো তা প্রক্রিয়াধীন।তাই আমরা শিবপুর পৌরবাসী এই হয়রানি থেকে আমরা মুক্তি চাই।
লেখক: সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা জাতীয় পার্টি.
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.