টাকার অভাবে বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুণে ধরা ছবি পরিবর্তন না করে পুরাতন ছবি টাঙ্গিয়ে রাখা হয়েছে সরকারী অফিসে।আর এমন একটি ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ভূমি অফিসে ।
গত ২৪ জুলাই সরেজমিনে গিয়ে দেখাগেছে , বেলা তখন সকাল শোয়া এগারটা।উপজেলার দুলালপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিতর বসা চতুর্থ শ্রেণির কর্মচারী আরমান । পাশেই বসা সেবা নিতে আসা আরও ৫/৬ জন মানুষ। এরা সকাল ৯টা থেকে বসে আছে। ইউনিয়ন ভূমি কর্মকর্তার জন্য অপেক্ষা করছেন তারা।ভূমি কর্মকর্তা কোথায় আছে জিঙ্গেস করলে আরমান বলেন- স্যার এখনো আসে নাই। পরে মোবাইল ফোনে কল দিলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ শহীদুজ্জামান মোল্লা বলেন, আমি এখন এসিল্যান্ড স্যারের অফিসে যাচ্ছি। দেরী হবে না। আধা ঘণ্টার মধ্যে আমার দুলালপুর ইউনিয়ন ভূমি অফিসে চলে আসব। তার জন্যই অপেক্ষা।সাড়ে বারোটার দিকে অফিসে আসেন তিনি। অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ছবিতো অফিসিয়াল ছবি না।নতুন ছবি না টানানোর কারণ জানতে পারি। ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ শহীদুজ্জামান মোল্লা দীর্ঘস্বাস ফেলে বলেন টাকা নাই, কে টাকা দিবে, কি দিয়ে ছবি টানাবো? আর ছবি পরিবর্তন করার কথাও কেউ তাকে বলেননি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছোট বড় কেন, জানতে চাইলে তিনি বলেন এই ছবিইতো চলে। অফিসে সময়মতো না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন মাঝে মধ্যে দেরি হয়ে যায়। উক্ত ভূমি অফিসের কয়েকজন সেবা গ্রহীতা জানান - ভূমি কর্মকর্তা নিয়মিত অফিসে আসে না। যেদিন আসেন তাও আবার এগারোটা, বারোটার সময়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.