• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

তিনি কেমন সাংবাদিক বান্ধব ইউএনও!

admin / ২৪৬ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

নিজস্ব সংবাদদাতা:
চলতি বছরের ১৬ জানুয়ারী নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জিনিয়া জিন্নাত।কর্মস্হলে যোগদানের পর স্হানীয় সংবাদকর্মীদের সাথে ভালো সর্ম্পক রা্খতে সব সময় শিবপুর প্রেসক্লাবের সাথে যোগাযোগ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত ।যার ফলে ইউএনও জিনিয়া জিন্নাতের সকল সরকারী ও বে-সরকারী অনুষ্ঠানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদমাধ্যমে জায়গা করে নিতে সফল হয়েছেন তিনি।গত এক বছরে সংবাদমাধ্যমে একজন ইউএনও হিসেবে তিনি যেই কভারেজ পেয়েছেন তা নরসিংদীর জেলা প্রশাসক বা নরসিংদী সদর,পলাশ,মনোহরদী,বেলাব,রায়পুরা উপজেলার কোন নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমে এমন ভাবে কভারেজ পেতে ব্যর্থ হয়েছেন এমনটাই মনে করেন স্হানীয় রাজনৈতিক নেতা সহ বিভিন্ন মহলের অনেক সচেতন মানুষ।

স্হানীয় সংবাদকর্মীদের সাথে ভালো সর্ম্পক বিরজমান থাকার পাশাপাশি শিবপুর প্রেসক্লাবের উপদেষ্টা হয়েও ক্লাবের সদস্যদের সমস্যায় ইউএনও এগিয়ে আসেন নি। এ রকম ঘটনা রয়েছে অনেক।তাই স্হানীয় কয়েকজন সংবাদকর্মী মনে করেন – ইউএনও সাথে ভালো সর্ম্পক থাকা ভালো।কিন্তু কোন কিছুই অতিরিক্ত ভালো না। আমরা অনেক সময় দেখি কেউ কেউ বলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জিনিয়ি জিন্নাত একজন সাংবাদিক বান্ধব ইউএনও ।কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন শিবপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক আলম খান।পাশাপাশি ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান বেশ কয়েকদিন ধরে অসুস্হ ছিলেন। কিন্তু ক্লাবের উপদেষ্টা হিসেবে সামান্যতম খোঁজখবর নেওয়ার দায়িত্ববোধটুকু দেখাননি তিনি। তাহলে আপনি কেমন করে সাংবাদিক বান্ধব ইউএনও বলবেন জিনিয়া জিন্নাত’কে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category