২০১৯ সালে অজি ক্রিকেট পুরস্কারের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ধীরে ধীরে গভীর হয় প্রেম। ২০২০-তে বাগদান পর্বটা সেরে ফেলেছিলেন তারা। আর এবার তামিল পরিবারের মেয়ে বিনি রমনকেই বাড়ির বউ করে আনলেন। গতকাল শুক্রবার ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাদামাটাভাবেই বিয়ে করলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
দিন কয়েক পরই আরসিবির জার্সি গায়ে নেমে পড়বেন এবারের আইপিএলের বাইশ গজে। তবে ঠিক তার আগেই জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই অনুরাগীদের দিলেন সুখবর। ছবিতে দেখা যাচ্ছে, পরস্পরের হাত ধরে রয়েছেন বিনি ও ম্যাক্সওয়েল। দুইজনের আঙুলেই জ্বলজ্বল করছে বাগদানের আঙটি। বিনির পোস্ট করা ছবিতে ধরা পড়েছে একে অপরকে চুম্বনের মুহূর্ত। ম্যাক্সওয়েলপত্নী লিখেছেন, “ভালোবাসা পূর্ণতা খোঁজে। আর আমি তোমার সঙ্গেই পূর্ণতা পাই।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.