লাশ দেখার জন্য জনতার লাইন
আজ সোমবার (২৬/৯/২০২২) দুপুরে অজ্ঞাত যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।আর ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্ৰামের একটি পুকুরে।
বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মুক্তার হোসেন জানান, স্থানীয়দে কাছ থেকে সংবাদ পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করি। লাশটির পেটের উপর অংশে মাথা ও মুখমন্ডল পঁচে গলে যাওয়ায় তাৎক্ষণিক কেউ চিনতে পারেনি। তার পড়নে ছিলো জিন্স প্যান্ট ও ডোরাকাটা টি শার্ট। ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ দিন পূর্বে হত্যা করে কেউ পুকুরে ফেলে রেখে গেছে।উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩২।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।