আজ রাত ১২ টায় নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর মোড় জামে মসজিদের ইমাম ও দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি হাফেজ মো: হাফিজ উদ্দিন ভুইয়া,সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইসমাইল হোসেন, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাসুদুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি টিম বানভাসি মানুষের পাশে দাড়াতে, চাল,ডাউল,মুড়ি, চিনি,বাচ্চাতের দুধ,পেয়াজ,স্যালাইন,
নাপা ট্যাবলেট,গ্যাস লাইট,সহ ১লাখ বিশ হাজার টাকার অন্যান্য এান সামগ্রী নিয়ে নেএকোনা,মোহনগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।দুলালপুর মোড় ব্যবসায়ীদের সহযোগীতায় এছাড়াও নগদ অর্থ বানভাসি মানুষের মাঝে বিতরন করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.