শিবপুর উপজেলা নির্বাচন অফিস.
আলো রিপোর্ট :
চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের প্রথমে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্কুতি হিসেবে সারা বাংলাদেশে চলছে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুতের কাজ। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশনের তত্বাবধানে নরসিংদী শিবপুর উপজেলায় ৯৭ টি ভোট কেন্ত্রের নামের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন অফিস। ৯৭টি ভোট কেন্দে মোট ভোট কক্ষ থাকবে ৫ শত ৮৪ টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৫ শত ৫৮ টি।আর অস্থায়ী ভোট কক্ষ থাকবে ২৬ টি।
মাছিমপুর, চক্রধা, সাধারচর, পুটিয়া, দুলালপুর, যশোর, আয়ুবপুর, বাঘাব,জয়নগর, ইউনিয়ন নিয়ে গঠিত শিবপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ১ শত ১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ২ শত ৪ জন।আর মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ৯ শত ৯ জন। গত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে ততকালীন বিএনপির মহাসচীব, সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূইয়া শিবপুর পৌরসভা ঘোষণা করেন। কিন্তু সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলা থাকায় আজও পর্যন্ত পৌরসভার নির্বাচন হয়নি। শিবপুর পৌরসভার নামে কোন ভোট কেন্দ্র বা ভোটার তালিকা নেই বলে জানায় উপজেলা নির্বাচন অফিস।
এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর শিবপুরের আলো ২৪ ডট কম' কে বলেন ---- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে শিবপুর উপজেলার ভোট কেন্দ্রের তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.