আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৩ শিবপুর আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় কাজ শুরু করেছেন হাফ ডজন বিএনপির প্রার্থী। এরা হলেন গত সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, বর্তমান উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হারিস রিকাবদার ওরফে কালা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাএদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। এছাড়াও বিএনপি’র আরোও কয়েকজন সম্ভাব্য প্রার্থী কে দেখাযেতে পারে আগামী নির্বাচনে।
জানাগেছে,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে কি করবে না তা এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তবে দল যদি নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় তাহলে এই চার নেতা দলের মনোনয়ন পএ কিনবেন বলে জানায় একটি সূএ।তারই ধারাবাহিকতায় নেতারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণের পাশাপাশি দলের হাই কমান্ডের সাথে যোগাযোগ রাখছেন বলে দাবী করেছে স্হানীয় বিএনপির কয়েকজন নেতা।