• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

নরসিংদীতে বিএনপির সমাবেশ সফল করতে শিবপুর বিএনপির ব্যাপক প্রস্তুতি

admin / ৯৩ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

আলো রিপোর্ট♦

জেলা বিএনপির উদ্যােগে আগামীকাল শনিবার নরসিংদীর কাউরিয়া পাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ। আর সেই সমাবেশ সফল করতে শিবপুর উপজেলা বিএনপি পক্ষ থেকে চলছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে প্রচার – প্রচারণাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক সভা। আগামী সংসদ নির্বাচনের জন্য ২২ ফেব্রুয়ারীর সমাবেশে নিজেদের জনপ্রিয়তা প্রদর্শন করার একটি মাঠ বলেও মনে করছেন অনেক বিএনপি নেতা।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে বিএনপির আগামীকালের সমাবেশ সফল করতে নিজেদের প্রস্তুতি সর্ম্পকে সমাবেশ সফল করার লক্ষ্যে গঠন করা প্রচার উপ কমিটির সদস্য ও শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —– আগামীকালের সমাবেশ সফল করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সমাবেমের তারিখ নির্ধারণে পর থেকে শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ওয়ার্ডে প্রচার – প্রচারণা চালিয়েছি। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক প্রস্তুতিমূলক সভা করেছি।আগামীকালের সমাবেশে যোগ দিতে শিবপুর থেকে প্রায় ছোট বড় সব মিলিয়ে ৫০ টি গাড়ী যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আয়ুবপুর এবং পুটিয়া ইউনিয়নের নেতাকর্মীরা আলাদা ভাবে নরসিংদীর সাইডের পাড়ায় যাবে। তারপর সেখানে আমরা সকল নেতাকর্মী একত্রিত হয়ে উপজেলা বিএনপির নেতৃত্বে মিছিল সহকারে সমাবেশে যেগ দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category