• বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

নরসিংদীর চরাঞ্চলে শিক্ষকদের নৌকা ও গ্রাম পুলিশদের সাইকেল বিতরণ

admin / ৩৪২ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মোঃ আলম মৃধা

দীর্ঘদিন ধরেই নরসিংদীর দুর্গম চরাঞ্চলের শিক্ষকদের জন্য যাতায়াত ব্যবস্থা কষ্টসাধ্য ছিল।সময় মতো নৌকা না পাওয়ায় যাতায়াতের জন্য কষ্ট পোহাতে হচ্ছিল শিক্ষকদের।নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসারের জনাব আসমা সুলতানা নাসরীনের উদ্যোগে সেই সমস্যার সমাধান মিলেছে অবশেষে।উপজেলা পরিষদের অর্থায়নে চরাঞ্চলে শিক্ষকদের যাতায়াতের জন্য আলোকবর্তিকা ও আলোকতরী নামে দুটি নৌকা উপহার দেয়া হয়েছে।এতে করে শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।মহৎ এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন শিক্ষকরা।গত ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নৌকার উদ্ভোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলম।

একইদিন তিনি গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করেন।গ্রাম পুলিশরা বাই সাইকেল পেয়ে আনন্দে আত্মহারা।
এই বিষয়ে কথা হয় নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীনের সাথে।তিনি জানান,শিক্ষকরা নৌকার অভাবে প্রায়ই সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারত না,অনেক কষ্ট করে যাতায়াত করত।এতে তাদের অর্থ ও সময় দুটিই বেশি নষ্ট হতো।তাদের সেই সমস্যার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছি।তাছাড়া গ্রাম পুলিশরা সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।সাইকেলে চড়ে তাদের নিয়মিত কাজের উৎসাহ এবং গতি বৃদ্ধি পাবে।
এছাড়া আলোকবালীতে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা সুলতানা নাসরীন,সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া,নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category