আবু নাঈম রিপন,স্টাফ রিপোর্টার.
নরসিংদী সদর প্রেসক্লাব সাংবাদিকদের ব্যক্তিগত উদ্যোগে ক্লাবের অফিস কার্যালয়ে শনিবার বিকেলে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি ফজলুল হক চৌধুরী খোকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক পলাশ, কোষাধক্ষ্য জয়নাল আবেদিন, নরসিংদী সদর প্রেসক্লাবের ক্লাব এর সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, সহ সভাপতি ডাক্তার শরিফ , শিবপুর প্রেসক্লাব এর আহ্বায়ক মোঃ কামাল হোসেন প্রধান । বক্তারা বলেন নরসিংদী জেলায় সাংবাদিক নামে ভুয়া সাংবাদিকের সংখ্যাই বেশি।ভুয়া সাংবাদিক প্রতিহত করতে নরসিংদী জেলা সিনিয়র সাংবাদিক মহলের সুদৃষ্টি কামনা করছি। আমরা চাই যারা প্রকৃত সাংবাদিক তারাই সাংবাদিকতার পেশায় থাকুক। ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সাংবাদিকতায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রকৃত সাংবাদিকরা মূল্যায়ন পাচ্ছেন না। ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি এবং অতি শীঘ্রই সরকারিভাবে সাংবাদিকতার নীতিমালা ও বেতন ভাতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।এতে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। সাংবাদিকদের পরিচয় পত্র ভুয়া। শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া। এমন সাংবাদিকের সংখ্যাই নরসিংদী জেলায় বেশি। এ ব্যাপারে পত্রিকার সকল সম্পাদক মহোদয় গণের সুদৃষ্টি কামনা করছি। ভুয়া সাংবাদিকদের প্রতিহত করতে স্থানীয় প্রশাসনের শক্ত ভূমিকা পালন করা বিশেষ প্রয়োজন। কিছু সংখ্যক দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃবৃন্দ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে সাংবাদিক পরিচয়ের মাধ্যমে লালন পালনে করে। যার ফলে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে । ভুয়া সাংবাদিকরা দলগতভাবে সঙ্গবদ্ধ বলে প্রকৃত সাংবাদিকরা ন্যায্য অধিকার হতে বঞ্চিত হচ্ছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়া সাংবাদিক চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন ।
সভায় আরো উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন, নরসিংদী সদর প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পিটু, সদস্য আরিফ, হিমেল,, রাসেল মোল্লা, সম্মানিত সদস্য নাজিমুদ্দিন, সাংবাদিক তোফায়েল আহমেদ , ক্রাইম রিপোর্টার ইউনিটির প্রচার সম্পাদক কামাল হোসেন, জোনাকি টিভির সাংবাদিক ফাহিমা খানম, রূপসী বাংলা টিভি সাংবাদিক রাসেল, প্রমুখ। প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ কাউছার হোসাইন সহ সকল অসুস্থ সাংবাদিকদের দ্রুত রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.