ভাইয়ের সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা খুলেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সেখান থেকে ছবিও নির্মাণ করা হয়েছিল। হঠাৎ করেই ক্লিন স্লেট ফিল্মজ নামের সেই সংস্থা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আনুশকা। কারণ হিসেবে জানিয়েছেন, তিনি যতটুকু সময় পাবেন তার পুরোটাই অভিনয়ে দিতে চান। কারণ সেটিই তার প্রথম ভালোবাসা।
ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতিতে আনুশকা জানান, মা হওয়ার পর তার জীবনযাপনে পরিবর্তন এসেছে। সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। এর বাইরে যতটুকু সময় পান ততটুকু অভিনয়েই দিতে চান।
আনুশকা সরে দাঁড়ানোয় এখন তার ভাই কারনেশ এককভাবে প্রযোজনা সংস্থাটি পরিচালনা করবেন। ভাইয়ের জন্য শুভকামনা জানিয়েছেন আনুশকা। তিনি জানান, প্রযোজনা সংস্থা থেকে এ পর্যন্ত যেসব কাজ করা হয়েছে তা নিয়ে তিনি গর্বিত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.