নূরুল ইসলাম নূরচান ১৯৭৪ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন পেতিপলাশী গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম মো.সামসুউদ্দিন, মাতার নাম : মরিয়ম বেগম। তাঁরা উভয়েই পরলোক গমন করেছেন। তিন বোন এবং পাঁচ ভাই'র মধ্যে লেখক পঞ্চম।
অনেক আগে থেকে তার লেখালেখি শুরু হলেও ১৯৯৭ সালের একুশে গ্রন্থ মেলায় 'এরই নাম জীবন' নামে উপন্যাস প্রকাশের মধ্যদিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।
এরপর দৈনিক ইনকিলাব, জনকণ্ঠ, ভোরের ডাক, দিনকাল, দেশবাংলাসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় তার লেখা বেশ কিছু গল্প প্রকাশিত হয়। এ সময় পরিচয় হয় জাতীয় পর্যায়ের বেশ কিছু লেখকের সাথে।
নূরুল ইসলাম নূরচান পেশায় একজন সাংবাদিক। পাশাপাশি সাহিত্যকর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার লেখার মূল উপজীব্য বিষয় হলো, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজের অবহেলিত মানুষের কথা। এছাড়াও তার রচিত কবিতায় সমসাময়িক বিষয়গুলো উঠে আসে। কবিতায় উঠে আসে প্রেম ও দ্রোহের কথা, পাশাপাশি উঠে আসে খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশার কথা।
তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা চারটি। এর মধ্যে 'বাইশে মাঘ' গল্পগ্রন্থের জন্য ২০১০ সালে কবি খান মোহাম্মদ মঈন উদ্দীন ও বাংলাদেশ কবি সংসদ কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হন।
তিনি সাংবাদিকতার পেশার সাথে জড়িত দীর্ঘদিন যাবত। সে বর্তমানে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সমন্বয়কের দায়িত্বে আছেন। এছাড়া নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের দুই দুইবার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি শিবপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
#
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.