পদ্মা সেতু।বর্তমান শেখ হাসিনা সরকারের একটি অভাবনীয় সাফল্য।কেননা পদ্মা সেতু নির্মাণ বন্দ করার জন্য দেশী – বিদেশী অনেক ষড়যন্ত্র করা হয়েছিল।কিন্তু সব ষড়যন্ত্রকে লাথি মেরে দেশীয় অর্থে শেষ পর্যন্ত পদ্বা সেতু নির্মাণ কাজ শেষ করতে সফল হয় শেখ হাসিনার সরকার। ছোট বড় সব বয়সের মানুষের জানা আছে পদ্মা সেতু সর্ম্পকে। পদ্মা সেতুর ব্যপারে দেশের পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বৃধাকে প্রশ্ন করলে চোখ বন্দ করে বলে দিতে পারবে।এই রকম পরিস্হিতে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করার কথা।আর উদ্বোধনের জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।দেশের মানুষ বিশেষ করে পদ্মা নদীর এপার ওপারের মানুষ গুলি অধিক আগ্রহে আছে কবে আসবে ২৫ জুন।২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।
কিন্তু বাংলাদেশের পরম বন্ধু ভারত ফারাক্কা ও তিস্তা নদী সহ কয়েকটি নদীর বাধের গেইড খুলে দেওয়ায় বন্যার পানিতে ভেসে যাচ্ছে সিলেট বিভাগের মানুষ।পাশাপাশি ব্ন্যার কারণে ঘরবাড়ি ও কৃষি ফসল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
ফলে পদ্ম সেতু উদ্বোধনের যেই উৎস- উদ্দীপনা ছিল মানুষের মধ্য তা বন্যার কারণে ধূলিসাৎ হয়েগেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.