নিজস্ব সংবাদদাতা:::
আজ ৪.১১.২৩.শনিবার পরিশীলন আয়োজিত আনন্দভ্রমণ প্রাণের উদ্দীপনায় সম্পন্ন হলো। সংগঠনটি ৭০জন শিল্পীসদস্য নিয়ে বাঞ্ছারামপুর স্বপ্নদ্বীপে বিনোদনমূলক অনুষ্ঠানটি সম্পন্ন করে। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন জনাব রাসেল বিন হাসানাত বিশিষ্ট রোটারিয়ান, সমাজসেবক, সংগঠক। কমিটি সদস্যদের মধ্যে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন রাসেল সদস্যসচিব, গোষ্ঠলাল দাস, আলতাফ রাণা, জাওয়াদুল হক জাহিদ, মাহমুদা আঞ্জুমান, সেলিনা বন্যা।
কর্মসূচির শুরুতে নাস্তা বিতরণ করা হয়। তারপর পরিচিতি পর্ব। তারপর একটানা সাংস্কৃতিক অনুষ্ঠান-আবৃত্তি, গান, নাচ, পুথিপাঠ ইত্যাদি।
বেলা সাড়ে বারোটায় স্বপ্নদ্বীপে উপস্থিত হয়ে সদস্যরা নানাভাবে বিনোদনমূলক কর্মসূচিতে অংশ নেয়।
বেলা তিনটায় দুপুরের আহার শেষে ফটোসেশন পর্ব সমাপ্ত হয়। তারপর ঘরে ফেরার পালা। ফিরতি পথে রাফেল ড্রতে ৩৫ টি পুরস্কার প্রদান করা হয়। তন্মধ্যে ১৫টি পুরস্কার প্রদান করেন জনাব মো. আবু হানিফ। প্রথম পুরস্কার লাভ করেন অধ্যাপক শেখ সাদী। ৫টি পুরস্কার লাভ করেন মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার মো. মাহবুবুর রহমান।
দিনের শেষে ফলাহার দেয়া হয়। সন্ধ্যা ৭টায় তরী এসে ঘাটে ভিড়ে।অনুভূতি ব্যক্ত করেন- অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, অধ্যাপক মো. শেখ সাদী, অধ্যক্ষ দেবপ্রসাদ সাহা, ব্যাংক ম্যানেজার মো. মাহবুবুর রহমান, অধ্যাপক মো. আবু হানিফ, বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ, কবি এমদাদুল হক খোকন, অধ্যাপক মো.লুৎফর রহমান প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশ নেন- আবুল হাসান খোকন, মাহমুদা আঞ্জুমান, সেলিনা বন্যা, আদিবা, সুজানা, মাহমুদুল হাসান, পিংকি, পার্বতী দাস, তাথৈসহ আরো অনেকে।
গোষ্ঠলাল দাস,কবি ফজলুল হক মিলন, জাহিদ সারা অনুষ্ঠান জুড়ে আনন্দ দান করেন। তাদের উপস্থপনায় অনুষ্ঠান প্রাণময় হয়ে ওঠে। সঙ্গীত পর্বটি পরিচালনা করেন আবুল হাসান খোকন। তবলা সঙ্গত করেন বীরেন দাস।
সদস্যদের মধ্যে অন্যতম: সেলিনা পারভিন, অশোককুমার দাস, সামাজিক নাগরিক আওয়াজের সম্পাদক মো.কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, মারুফ হাসান,নাজমুল হাসান, শাহরিন জাহান, সঞ্চিতা দাস প্রমুখ। সার্বিক বিচারে আনন্দভ্রমণটি সত্যিকারের আনন্দানুষ্ঠানে পরিণত হয় এবং সবাই মন দিয়ে উপভোগ করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.