আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার
নরসিংদী -২ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ এমপির সাথে ২১ইংজানুয়ারী, রবিবার কুশলাদি বিনিময় ও ফুলদিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামীলীগ এর সভাপতি এবং গাজীপুর নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের এমপি পদপ্রার্থী মোহসিনা জান্নাত রিমি।
সূদূর আমেরিকায় বসবাস করলেও তিনি নরসিংদী শিবপুর উপজেলার গর্বিত সন্তান। বেশীর ভাগ সময়ই
দেশের মানুষের ভালোবাসার টানে দেশেই অবস্থান করেন।
তিনি মানবসেবায় নিজেকে নিয়োগ করছেন।
পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট।সাধারন মানুষের কল্যানে নিবেদিত প্রাণ মোহসিনা জান্নাত রিমি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.