টাইগারদের আত্মবিশ্বাসটা জন্মে গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে টেস্টে হারানোর পর। সেই ম্যাচে অভিজ্ঞদের মধ্যে মুশফিকুর রহিম ও মুমিনুল হক ছাড়া দলে আর কেউ ছিল না। এমন জয়ে বিদেশের মাটিতে যেকোনো দলকে হারানো সম্ভব- এ আত্মবিশ্বাস গাঢ় হয়। এবার সেটির প্রতিফলন ঘটলো সেঞ্চুরিয়ানে।
শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো প্রোটিয়াদের তাদেরই মাটিতে হারালো টাইগাররা। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ। তবে এমন জয়ের পর আবারও আলোচনায় সাকিব আল হাসান।
মানসিক আর শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে দক্ষিণ আফ্রিকায় যেতেই চাননি টাইগার এই তারকা। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নাকি তিনি মোটেও উপভোগ করতে পারেননি। নিজেকে প্যাসেঞ্জারের সিটে মনে হয়েছে সাকিবের। কয়েকদিন আগে দুবাইতে একটি বিজ্ঞাপনের কাজে যাওয়ার পথে বিমানবন্দরে মিডিয়ার সামনে এমনটাই বলেছিলেন সাকিব। তারপর বিসিবি সভাপতির সাথে আলোচনার পর বিমান ধরেছেন তিনি। আর সেই সফরের প্রথম ওয়ানডেতেই সাকিবের ভাগ্য সুপ্রশন্ন। তিন নাম্বারে নেমে চাপে থাকা দলকে টেনে তুলতে দারুণ ভূমিকা রেখেছেন মিস্টার অলরাউন্ডার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.