আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলার দুলাল পুর ইউনিয়নের বিলচিনাদী এলাকায় পাশের বাড়ির গাছ দেওয়াল ভেদ করার কারণে টিন সহ দেওয়ালটি যে কোন সময় ধসে পড়ার আশংকা রয়েছে।এমতাবস্থায় প্রতিবেশী রইছ মিয়া মামলার কথা বলে। দীর্ঘ দিন যাবত গাছটি কেটে না দেওয়ায় ঝড় বৃষ্টির কারনে মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থায় আছে বাড়ি টি।
এ ব্যাপারে অভিযোগকারী, কাইয়ুম দীর্ঘ দিন যাবত চেয়ারম্যান, সহ গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবহিত করা হয়। এমন কি লিখিত অভিযোগ দেওয়ার পরও কাজের কাজ কিছুই হয়নি।
আজ ২৫ জুন রবিবার সকালে, সাংবাদিক ও মানবাধিকার নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে। গাছটি কেটে দিতে রইজ মিয়াকে অনুরোধ করলে সে জানায়, আদালতের নিষেধাজ্ঞা আছে। তাই সে গাছ কেটে দিতে অস্বীকার করে।কিন্তু আদালতের কোন কাগজপএ দেখাতে পারেনি। এ ব্যাপারে কাইয়ুম জানান,আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।শিবপুর উপজেলায় লিখিত অভিযোগ করবো।আমার বিষয়টি মানবতার খাতিরে দ্রুত
নিস্পতি করা হোক।
বিষয়টি সিমাংসা না হলে যে কোন ধরনের দূঘটনা ঘটার আংশকা প্রকাশ করছেন গ্রামের সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.