• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

ফিরে দেখা ২০২২,আমরা হারিয়েছি সাংবাদিক স্বপন খানকে!

admin / ৮৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

মরহুম সাংবাদিক স্বপন খান

নিজস্ব সংবাদদাতা:

আর মাত্র দু’দির পরে শেষ হবে ২০২২ সাল।আমাদের জীবন থেকে কমে যাবে আরো একটি বছর।আমরা হয়ত ভুলে যাবো ২০২২ সালকে।কিন্তু এই ২০২২ সাল এ পৃথিবী কেড়ে নিয়েছে আমাদের সহকর্মী সাংবাদিক ও শিবপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক স্বপন খানের জীবন এভাবেই বলতে ছিলেন স্হানীয় কয়েকজন সংবাদকর্মী।মরহুম সাংবাদিক স্বপন খান জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের শিবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।তার এই অকাল মৃত্যু সহজে মেনে নিতে পারে নি তার সহকর্মীরা।
চলতি বছরের ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে তার নিজ কর্মস্হল নরসিংদী অফিসে যাওয়ার সময় মাথা্ ঘুরে মাটিতে পড়ে যায়।পরে তাকে শিবপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে প্রা্থমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।সেখানে তার অবস্থা আশংকা জনক হওয়ার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে প্রেরন করা হয়।উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য স্বপন খানকে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।৬ এপ্রিল সোয়া একটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্বপন খান।

ব্যাপারে  শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক আবুরাঈমরিপন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলের—স্বপন খান ছি্লেন আমাদের বন্ধু মানুষ।এত অল্প সময়ে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা কখনো কল্পনাও করি নাই।আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category