হারুন অর রশীদ খাঁন
নিজস্ব সংবাদদাতা:
সাবেক ও বর্তমান দুই এমপির যৌথ প্রচেষ্টায় দুই যুগের বেশি সময় ধরে শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করা আলহাজ্ব হারুন অর রশিদ খাঁনকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় জেলা আওয়ামীলীগ।উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যার পদে দলীয় মনোনয়ন দিতে টাকা গ্রহন সহ বিভিন্ন অভিযোগ ছিল হারুন অর রশীদ থাঁনের বিরুদ্ধে।ইউনিয়ন পরিষদের মধ্য ছিল বাঘাব ,যশোর,পুটিয়া ,আয়ুবপুর ,দুলালপুর,
সাধারচর,জয়নগর।মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মাছিমপুর ও চক্রধা ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্যে তফসিল ঘোষনা করে নি নির্বাচন কমিশন।
জানাগেছে, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করে গত ২০২১ সালের ডিসেম্বর মাসে।তফসিল অনুযায়ী ২০২২ সালের ৫ জানুয়ারী অনুষ্টিত হয় সাতটি ইউনিয়ন পরি্ষদ নির্বাচন।কিন্তু ইউনিয়ন পরি্ষদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান প্রার্থীদের নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহণ করার অভিযোগ ওঠে ততকালীন শিবপুর উপজেলা আ'লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব হারুন অর রশীদ খানের বিরুদ্ধে।যার ফলে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব
সিরাজুল ইসলাম মোল্লার যৌথ প্রচেষ্টায় নরসিংদী জেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের স্বাক্ষরিক পত্রে হারুন অর রশীদ খাঁনকে শিবপুর উপজেলা আ'লীগের সভাপতির পদ থেকে অব্যাহতির কথা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.