গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর আয়োজনে সপ্তাহব্যাপী বিনামূল্যে ওষুধসহ বিশেষজ্ঞ চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় জিটি স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামী ২৫ মার্চ পর্যন্ত এই চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে স্বাচিপের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি।
এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এম ইকবাল হাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, স্বাচিপ-এর গোপালগঞ্জ জেলার সভাপতি ডা. চৌধুরী শফিকুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.