ঝড়ের কবলে রেইনট্রি গাছ উপড়ে পড়েছে দোকান ঘরের উপর। গাছের ভারে নিচের দিকে ঝুলে পড়ছে ঘরের দেয়াল ও টিনের চাল । দীর্ঘদিন এ অবস্থা চললেও সমাধানের কোনো উদ্যোগ নেই শিবপুর বন বিভাগের। ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসীর। বন বিভাগের গাফিলতির কারণে এই গাছ কাটা যাচ্ছে না বলেন জানান স্থানীয়’রা।
ঘটনাটি ঘটে শিবপুর উপজেলার দুলালপুর মোড়ের উত্তর পাশে। গাছের কারণে দোকান ঘর মেরামত করতে পারছেন না দোকানের মালিক আজিজুল হক মাস্টার।
এ বিষয়ে জানতে শিবপুর বন বিভাগ কর্মকর্তা মো: মোস্তাফিজ’কে ফোন দিলে তিনি জানান, বিদ্যুৎ লাইনের কারণে গাছটি কাটতে বিলম্ব হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.