আবুনাঈমরিপন,স্টাফ রিপোর্টার:::
নরসিংদীর শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন -- "শিক্ষা জাতির মেরুদন্ড" শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করিতে পারেনা। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত । অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা শিক্ষার্থীদেরকে যথাযথ সময়ে বিদ্যালয়ে পাঠাবেন এবং তাদের প্রতি খেয়াল রাখবেন
। এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ। এরা যাতে কোন অবস্থাতেই মাদকের সংস্পর্শে না যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন আপনারা। বর্তমানে মাদক ও কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে। আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন। তারা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও মনোযোগী হয়। কোন অবস্থাতেই শিক্ষার্থীরা যাতে মাদকের ধারে কাছে না যেতে পারে সেদিকে লক্ষ্য রাখিবেন । অভিভাবক দের উদ্দেশ্যে তিনি আরোও বলেন বিদ্যালয়ের সামনে রাস্তাটার অবস্থা ভালো না। এখানে রাস্তায় সাবধানে চলাচল করতে হবে। আপনাদের সকল উন্নয়নমূলক কর্মকান্ড আমি অবশ্যই করবো। আপনারা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখবেন ।
তিনি আজ শনিবার (২৭/১/২০২৪) দুপুরে কারার চর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ২০২৪ ইং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবরার উদ্দিন আহমেদ
টি হোসেন এন্ড কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আবরার উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন , অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান , সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, নরসিংদী জেলা শ্রম বিষয়ক সম্পাদক আওয়ামীলীগ শহিদুল ইসলাম । উপজেলা আ.লীগের সহ- সভাপতি আব্দুল হাই মাস্টার,ও আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ওবায়দুল হক, কারার চর ক্রিয়া চক্রের সভাপতি মোহাম্মদ কবির হোসেন , এমপির ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ, শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীদের অভিভাবক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.