
নরসিংদী শিবপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিবপুর জোনালে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট-লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। কারণে অকারণে বিদ্যুৎ না থাকায় অস্বস্তিতে সাধারণ জনগণ।
জানা গেছে, কোনো প্রকার ঘোষণা ছাড়াই সকাল থেকে সন্ধ্যা প্রায় প্রতিদিনই বিদ্যুৎ থাকে না শিবপুর জোনালের আওতাধীন বিভিন্ন স্থানে।মাঝে মধ্যে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে মাইকে ঘোষণা দিলেও রাত ৯ টায়ও দেখা মিলে না বিদ্যুৎ এর। এছাড়া কারণে অকারণে দিনে রাতে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়, এরপর ২-৫ ঘন্টার ভিতর বিদ্যুতের হদিস মিলে না।
অনেক সময় আকাশে মেঘ দেখলেই পালায় বিদ্যুৎ। ঝড় কিংবা বৃষ্টি না হলেও আকাশে মেঘ থাকলে বিদ্যুৎ থাকে না। গত ১ মাস যাবত বৃষ্টির কারণ দেখিয়ে তীব্র রোদে আর গরমের মাঝেও বিদ্যুৎ থাকছে না।মিটার না দেখেই গড়বিল বানিয়ে জনগনকে চরম ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে।
এছাড়া মাসিক বিল দিগুণ আসার কারনে জনমনে
অসন্তোষ বিরাজ করছে। চরম বিদ্যুৎ ভোগান্তি নিয়ে ফুঁসছে শিবপুরবাসী। অচিরেই ভোগান্তির প্রতিকার চায় গ্রাহকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.