কবি ও ছড়াকার মরহুম আবু আসাদ
আলো রিপোর্ট:
আগামী ১৯ মে বিশিষ্ট কবি ও ছড়াকার মরহুম আবু আসাদের স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
' সাহিত্যের সন্ধানে ' নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী প্রেসক্লাবে বিকাল তিন টায় অনুষ্ঠিত হবে এই স্মরণ সভা। কবি ও ছড়াকার আবু আসাদ ১৯৫৪ সালের ১১ মার্চ জন্ম গ্রহন করেছিলেন আর ২০১২ সালের ১৪ জানুয়ারী মৃত্যু বরণ করেছিলেন।
মরহুম আবু আসাদ সর্ম্পকে শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম নূরচান শিবপুরের আলো ২৪ ডট কম'কে বলেন --- বিশিষ্ট কবি ও ছড়াকার অনেক ভালো মানুষ ছিলেন। তিনি প্রতিদিন স্কুলের ডিউটি শেষ করে বিকাল বেলা শিবপুরে চলে আসতেন। আমরা এক সাথে বসে সাহিত্য সর্ম্পকে আলোচনা করতাম।তিনি সাহিত্যকে অনেক ভালোবাসতেন। ততকালীন সময়ে সারা বাংলাদেশে যেই কই জন ভালো কবি ও ছড়াকার ছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার লেখা কবিতা ও ছড়া প্রথম শ্রেণির সকল সংবাদপত্রে প্রকাশিত হতো। তিনি নোয়াদিয়া হাইস্কুলে শিক্ষকতার পাশিপাশি সাহিত্য চর্চা করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.