লেখক : সাংবাদিক মাহাবুবুর রহমান
শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র !!
যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো !!
তাহলে প্রত্যেকটা বেশ্যাই পেতো প্রেমিকার মর্যাদা !!
পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না !!
প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না !!
ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে !!
ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে !!
যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে, তখন বুঝে নিবেন আপনি কখনো তাকে ভালোই বাসেন'নি !!
যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন,
তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন !!
যখন আপনি তার থেকে দূরে থাকা সত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন,,
তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন !!
যখন আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারবেন,
তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন !!
ভালো লাগা আর ভালোবাসা,
দুটো জিনিষ কখনোই এক হতে পারেনা !!
ভালোলাগা আর ভালোবাসা দুটোই আলাদা !!
যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি !!
তখন তাকে বলে ভালোবাসা !!
কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় !!
তাহলে সেটাকে বলা হয় ভালোলাগা !!
দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয় !!
বরং তার পড়ালেখার কথা চিন্তা করে,,
তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা !!
প্রতি বেলা খাওয়ার সময় হলে ফোন করে খানা খেয়েছো কিনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা !!
প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয় !!
বরং দূরত্ব থাকা সত্ত্বেও সব সময় প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা !!
ভালোবাসা কখনও প্রকাশ্যে হয়না !!
ভালোবাসা হয় গোপনে !!
নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয় !!
দুজনের মনের কথা কখনই তৃতীয়জন জানতে পারে না !!
প্রিয়জনের কথা ভেবে,,
নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা !!
গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে উঠে তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকার ভালোবাসেন !!
রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন, তাহলে সত্যিই আপনি তাকে ভালোবাসেন !!
তার একটা এসএমএস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ !!
তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুঝে বিশ্বাস করেন তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন !!
ভালোবাসা কখনই দেখানো যায়না !!
ভালোবাসা অনুভব করা যায় !!
যতই মুখ দিয়ে বলুক না ভালোবাসি !!
যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃদস্পন্দন না বাড়ায়!
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.