নিজস্ব সংবাদদাতা:
শৃক্রবার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রিমিয়ার লীগের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ গ্রহণ করেন "আকানগর প্রবাসী আমজাদ হোসেন আফ্রাদ ফুটবল একাদশ " বনাম "আকানগর রেজুয়ান আফ্রাদ ফুটবল একাদশ। গ্রামের যুবক ছেলেদের মাঝে টিম গঠন করে এই খেলাটি শুরু হয় প্রায় ৪০ দিন আগে। আজ ফাইনাল খেলাটি শুরু হয় বেলা ৪ঃ৪৫ মিনিটে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন কবি ও আইনজীবি মো: মনিরুজ্জামান মোল্লা। সেরা খেলোয়াড় নির্বাচন করার জন্য বিচারক হিসেবেও দায়িদ্ব পালন করেন তিনি।
খেলায় আফ্রাদ এগ্রো ফার্ম লিঃ এর চেয়ারম্যান মোঃ মোর্শেদ আফ্রাদ সভাপতিত্ব করেন। এছাড়াও হাড়িসাঙ্গান উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক আবদুল মজিদ আফ্রাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
২/১ গোলে "আকানগর প্রবাসী আমজাদ হোসেন আফ্রাদ ফুটবল একাদশ " জয় লাভ করে।খেলোয়াড়, এলাকাবাসী,দর্শকদের উদ্যেশ্যে উপস্হিত সুধীমন্ডলী ও অতিথি বৃন্দ উৎসাহ ব্যঞ্জক আলোচনা করেন। সবশেষে বিজয়ী দল,বিজিত দল,শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরষ্কার গ্রহন করে মোঃ মাশরাফি মোল্লা। প্রিমিয়ার লীগ খেলাটি প্রতি বছর গ্রামের ছেলেদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গানের ব্যাবস্হা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.