♦স্টাফ রিপোর্টার♦
নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূঁইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মফিজ মহুরীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে বীর আহম্মদপুর গ্রামের মফিজ মহুরীর বাড়ির পাশে রাসেলের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে এলকাবাসী। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, সন্ধ্যায় তার মোবাইল মেরামত করে বাড়িতে দিয়ে যায়। এরপর থেকে রাসেলের মোবাইলে কল দিলে তা কেটে দেওয়া হচ্ছিলো। একপর্যায়ে রোজিনার নাম্বারই ব্লক করে দেওয়া হয়। পরে সকালে হাঁটতে বের হয়ে এলাকাবাসীর কাছে মফিজ মহুরির বাড়ির পাশে মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর মৃতদেহ।
তিনি আরো বলেন, মফিজ মহুরির মেয়ে লিটা ও জামাই মাছুম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাসেলের আগে ওদের সাথে যোগাযোগ থাকলেও আমি মানা করায় পরে আর যোগাযোগ রাখেনি। গতকাল সে ওদের বাসায় গেলে মেরে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে গেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.