বেলাল আহমেদ, বিশেষ প্রতিনিধি.
আজ সোমবার সকালে মাধবদীর পালকি কনভেনশন সেন্টারে বিদ্যাবাড়ি সংগঠনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ও গুণিজন সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আগত ৪জন গুণি ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
এরা হলেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. মনোজিৎ রায়, সহযোগী অধ্যাপক ড. পুষ্প বৈরাগ্য, বিন্দু ভারসাম্য শিল্পী ও জি বাংলা দাদাগিরির চ্যাম্পিয়ন ড. প্রিয়দর্শী মজুমদার এবং হিন্দি বিভাগের অধ্যাপক পায়েল মান্না।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইসমাইল ভূইয়ার সভাপতিত্ব করেন।উদ্ভোধক ছিলেন মাধবদী ডিজিটাল কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ শেখ সাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতান রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথ কলেজের অধ্যক্ষ ড. মনোজিত রায়। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলার সম্মানিত সভাপতি প্রফেসর ড. শেখ আবুল হোসেন হানিফ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাংবাদিক, কবি,লেখক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যাবাড়ি সংগঠনের সাথে কলকাতা রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথ কলেজের সাথে লিংকেজ চুক্তির ঘোষনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.