ভিন্ন দৃষ্টিতে ঈদ
মোঃ হাবিবুর রহমান
মহানন্দে শান্তির বাণী বয়ে ঈদ এলো ফিরে
আনন্দ ধারা করছে বিরাজ - ভিন্ন ভিন্ন সুরে।
পল্লীতে ধনাট্যের গৃহে পিঠা তৈরীর ধুম
দিবা রাত্র গৃহিণী ব্যস্ত নাই যে কারো ঘুম।
দিন ভিখারী করছে বিচরণ পিঠা ভিক্ষা তরে
চাইছে পিঠা ধনাট্যের কাছে অতি বিনয় করে।
অন্তরে তার মহানন্দ যদিও সে দীনহীন
ভিক্ষার পণ্যে করতে আনন্দ আসন্ন ঈদের দিন।
হীন সন্ত্রাসীরা বীরদ্বর্পে করছে ঘোরাফিরি
মোটা অংকের টাকা অর্জনে খাবে উদরপুরি।
চাঁদা বাজদের অন্তরে খুশীর সীমা নাই
ঈদের পূর্বে হবে তাদের বিপুল কামাই।
মহানন্দ- মহা খুশী আসন্ন ঈদের তরে
ষ্টকের মাল করবে বিক্রি উচ্চ মূল্য দরে।
এ ধরায় সুধীজন পরের তরে নিজেকে বিলিয়ে
ভোগ করবেন ঈদের খুশী হৃদয় তৃপ্তি নিয়ে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.