• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

রবিবারের পাতা::::যৌবনের ইবাদত ::রচনায়:আনোয়ার হোসেন

admin / ৫২৪ Time View
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

যৌবনের ইবাদত
রচনায়,আনোয়ার হোসেন

যৌবনেতে ইবাদত করা
সব চেয়ে ভালো কাজ ।
বৃদ্ধ কালে ইবাদত করে
পাই যে এখন লাজ ।

যৌবনেতে ইবাদত করিনি
করছি মস্ত বড় ভুল ।
বৃদ্ধ হইয়া এখন বুঝি
হারিয়ে ফেলেছি কুল ।

নামাজ পড়তে পারছি না ভাই
পায়ে কোমরে ব‍্যথা ।
রুকু সিজদা দিতে গিয়ে
মুখে আসে না কথা ।

কেরাত পড়তে পারছি না ভাই
সবই আমার ভুল ।
সঠিক উচ্চারন হয় না আমার
অর্থের গন্ডোগল ।

এই নামাজের নেই যে মূল‍্য
হই যে গুনাগার ।
যৌবনেতে পড়লে নামাজ
ভুল হইতো না আর ।

তাইতো বলি ঐ যুবক ভাই
করো না কেহ ভুল ।
নামাজ পড়তে মসজিদেতে যাও
আল্লাহ করবে কবুল ।

যৌবনেতে পড়লে নামাজ
আল্লাহ খশী হয় ।
বৃদ্ধ হইয়া ভুল পড়িলে ও
দোষের কিছু নয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category