অধিকার
নূরুল ইসলাম নূরচান
ওরে শোষিত বঞ্চিতের দল
তোরা জেগে ওঠ, চিৎকার করে বল-
ফিরিয়ে দে আমাদের ন্যায্য অধিকার।
আমরা চাইনা করুণা।
না পাই যদি অধিকার
তবে চূর্ণ-বিচূর্ণ করে দেবো
তোদের জুলুমবাজি-
ক্ষমতার বাসনা।
একা এসেছি ধরণীর বুকে
আবার একাই যেতে হবে।
ভয় করিনা বুলেট-বোমা
নেই আজ তোদের ক্ষমা!
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.