♦নিজস্ব প্রতিবেদক♦
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুতা নদী । গত এক মাস যাবত উক্ত নদীটি বালুদর্স্যুর কবলে পড়ায় দুই পাশের পাড় ভেঙ্গে পড়ছে। এলাকাবাসী সূত্রে জানা যায় স্থানীয় ইউপি সদস্য নাজিমুদ্দিন মেম্বারের নেতৃত্বে একদল বালু দস্যু নদীতে চুম্বক ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলন করে গোপীনাথপুর গ্রামের বিভিন্ন লোকের কাছে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। নাজিমুদ্দিন মেম্বারের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে একই গ্রামের মৃত সমন মিয়ার পুত্র মোহাম্মদ খলিল মিয়া। খলিল মিয়া এলাকার প্রভাবশালী লোক হয় সাধারণ জনগণ প্রতিবাদ করতে সাহস পায় না। এ বিষয়ে এলাকাবাসী জানায় রাস্তা নির্মাণের নাম করে নদীতে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে উক্ত মহলটি। যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে দৃষ্টি না দিলে অচিরেই গ্রামের একাংশ নদীতে বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে নীলক্ষা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি অবগত নই এবং নদীর অংশ নিরীক্ষা ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় ইহা পার্শ্ববর্তী চর মধুয়া ইউনিয়নের অংশ। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের যোগাযোগ করতে গিয়ে তাকে পাওয়া যায়নি।