• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:০১ অপরাহ্ন

শনিবারের পাতা:: বাবা নাকী বট বৃক্ষ

admin / ৪১৩ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩

বাবা নাকী বট বৃক্ষ
আনোয়ার হোসেন

বাবা নাকী বট বৃক্ষ
ঞ্জানি লোকে কয় ।
এসমাজে বাবার কদর
কতটুকু হয় ।

বাবা ঠিকই বট বৃক্ষ
যখন ছিলে ছোট ।
ছেলে মেয়ে বিয়ে করলে
বাবা হয় খাটো ।

বৃদ্ব বাবা রোগে কাতর
চলতে কষ্ট হয় ।
বাবা নাকী অকর্মা
পুত্র বধু কয় ।

বুড়া মানুষ সংসারের বুঝা
নাতি নাতনী কয় ।
এসব কথা শোনে বাবা
নিরবেতে রয় ।

তবে বাবা বট বৃক্ষ
কেমন করে হয় ।
বট বৃক্ষের অনেক মুল্য
বাবার কিন্ত নয় ।

বৃদ্ব বাবার নেই কোন দাম
সংসার করলো ভূল ।
ভূলের মাশুল দিতে দিতে
হাড়িয়ে ফেলে কুল ।

বদ্ব বাবা রাস্তার ধারে
দেখার কেহ নাই ।
বাবার মতো সবাই হবে
হিসাবেতে পাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category