শেখ মানিক:
: নরসিংদীর শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলতাফ হোসেন।
তাঁকে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ সালের জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়।
নরসিংদীর ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে মো.আলতাফ হোসেনকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি ১৯৯৯ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন।
আলতাফ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দীর্ঘ ২৫ বছর যাবত চাকুরি করছেন। শিবপুর উপজেলায় ২০২১ সাল থেকে তিনি কর্মরত আছেন। প্রথমবারের মতো এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি।
আলতাফ হোসেন ১৯৬৮ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাসদী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম ডাক্তার শাহাবুদ্দিন ও মাতা মৃত নুরুন্নাহার বেগম।অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপক, স্কাউট বান্ধব, শিক্ষা বান্ধব, প্রতিটি প্রতিষ্ঠান সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং, পরিদর্শক ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাঁকে জেলার সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.