আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:::
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান এর নির্বাচনী প্রচারণা সভা উপজেলার ইটাখোলা গোলচত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তারা আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে ফজলে রাব্বি খানকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও শিবপুর বাসীর জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রার্থী ফজলে রাব্বি খান এর চাচাতো ভাই পলাশ আসনের সাবেক সংসদ সদস্য পোটন খান।
সভায় প্রার্থী ফজলে রাব্বি খান শিবপুর বাসীর সকলের নিকট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে উনাকে বিজয়ী করে জননেত্রীর হাতকে শক্তিশালী করে শিবপুরের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করা এবং শিবপুররে সর্বস্তরের মানুষের সেবা করার সুযোগ দানের আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র তুষার, নরসিংদী জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলার বাঘাব ইউনিয়নের কৃতি সন্তান মোহসীনা জান্নাত রিমি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.