রাব্বি সরকার ::
নরসিংদী জেলার শিবপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন এর সাথে শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (পহেলা জানুয়ারি) সন্ধ্যায় শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত ওসি ফরিদ উদ্দিন বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ কমে যাবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নূরচান, মোঃ আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, শিবপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি এস এম খোরশেদ আলম, সহ সভাপতি কাজী এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আব্দুর রব শেখ মানিক, সাবেক সাধারণ সম্পাদক আরিফ খান, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব খান, প্রচার সম্পাদক মোঃ ডালিম খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, সাপ্তাহিক নরসিংদীর সময়ের প্রতিনিধি সাংবাদিক মোঃ আজমল হোসেন ভূঁইয়া, জাতীয় দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার প্রতিনিধি রাব্বি সরকার উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.