মোমেন খান :
নরসিংদীর শিবপুরে নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব মিয়াজি বাড়ির পশ্চিম পাশে হারুন মিয়ার নির্জন একটি জঙ্গল থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০/৩৫ হবে বলে জানান পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, হারুন মিয়া বিকেল বেলায় গাছের পাতা লতা কাটার জন্য জঙ্গলে গিয়ে একটি লাশ দেখতে পায়ে স্থানীয় ইউপি সদস্য মনির খান কে জানান। পরে মনির খান থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আফজাল সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত ৮ টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় সনাক্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খবর দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রাতের কোন এক সময় তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। নিহতের দুই হাতের সবকটি আঙুলের মাথায় ব্লেড দিয়ে কুচিকুচি করে কাটা থাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের পড়নে ছিল সাদা রঙ্গের পায়জামা, লাল রঙের কামিজ ও তার উপরে কালো রঙের বোরকা ও সাদা রঙের ওড়না। লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও গামছা পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.