নরসিংদী শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচীব ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা পূর্বের ভুলএুটি থেকে শিক্ষা নিয়ে আবারও শিবপুরের রাজনৈতিক মাঠ কাঁপাবেন বলে দাবী করেছেন স্থানীয় আব্দুল মান্নান ভূইয়া পরিষদের নেতাকর্মীরা।
ভূঁইয়া পন্থী কয়েকজন নেতাকর্মী দৈনিক সকালের আলো ডট কমকে বলেন — শিবপুরে আমাদের নেতার কোন বিকল্প নাই।তিনি গত চারদলীয় জোট সরকারের সময় বিএনপির পক্ষে স্হানীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।তিনি ভূঁইয়ার একজন আর্দশে গড়া সৈনিক। মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার অনেক সহকর্মী ভূইয়ার আর্দশকে ভুলেগেছে। কিন্তু আমাদের নেতা এখনো ভূঁইয়ার আর্দশ বুকে ধারণ করে রেখেছেন।কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই সাবেক নেতা আরিফ উল ইসলাম মৃধার নেতৃত্বে আব্দুল মান্নান ভূইয়া পরিষদ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন কে সর্মথন করে। ফলে ভূঁইয়ার অনেক অনুসারীরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি । আসলে নৌকা প্রতীককে সর্মথন করার বিষয়টি ছিল একটি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। তাই ভুল সিদ্ধান্ত গ্রহণ সহ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ায় সাবেক স্হানীয় এই প্রভাবশালী নেতা নিজেকে রাজনৈতিক মাঠ থেকে আড়াল করে রেখেছেন।তবে তিনি পূর্বের সব ভুলএুটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে আবারও শিবপুরের রাজনৈতিক মাঠ কাঁপাবেন বলে মনে করেন তারা।১/১১ সময় সংষ্কার প্রস্তাব ঘোষণা করায় বিএনপি’র সাবেক মহাসচীব মরহুম আব্দুল মান্নান ভূইয়া কে দলীয় পদ থেকে বহিষ্কার করে বিএনপি। তাই আরিফ উল ইসলাম মৃধা ভূঁইয়ার অনুসারী হওয়ায় তাকেও দল থেকে বাদ দেওয়া হয়।