শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জহিরুল হক ভূইয়া মোহন। অন্যরেদর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ মোহাম্মদ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, অবৈধভাবে ফসলি জমির মাটি ও লালমাটির টিলা কাটা, বালু উত্তোলন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.