আলোচনা সভায় বক্তব্য রাখছেন -- আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।
আলো রিপোর্ট:
বিএনপি'র সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিবপুরের গণমানুষের নেতা মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রখ্যাত রাজনীতিবিদ ও বীর মুক্তিযুদ্ধার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৮ জুলাই বিভিন্ন কর্মসূচী পালন করা করছে। আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের নেতাকর্মী ও নরসিংদী শিবপুরের সাধারণ জনগণ সকাল ১০ ঘটিকায় ধানুয়াস্থ সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচীব ও সাবেক উপজেলা চেয়ারমান আরিফ উল ইসলাম মৃধার সভাপতিত্বে আব্দুল মান্নান ভূঁইয়ার জীবনী নিয়ে আলোচনা করা হয় আলোচনা সভায়। শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
আলোচনায় সভায় দক্ষিণ এশিয়ার কিংবদন্তী নেতা আব্দুল মান্নার ভূঁইয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন মান্নান ভূঁইয়া পরিষদের নেতারা।
উল্লেখ্য যে, আব্দুল মান্নান ভূঁইয়া নরসিংদী ৩ শিবপুর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। দীর্ঘ ১২ বছর তিনি বিএনপির মহাসচীবের দায়িত্ব পালন করেছিলেন।১/১১ সময় দলের মধ্যে সংস্কার প্রস্তাব ঘোষণা করায় দল থেকে বহিষ্কার করে বিএনপির চেয়ারপার্সন বেগম থালেদা জিয়া। ২০১০ সালে ২৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.