শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুজাহিদ (২০) সে দুলালপুর (বিলপাড়) গ্রামের মোঙ্গল মিয়ার ছেলে।ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।
নিহতের বাবা মোঙ্গল মিয়া জানান, গত এক সপ্তাহ আগের মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে পারুলিয়া ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বাড়ি আসার পথে ঘটনাস্থলে তারা সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আমার ছেলের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহতের বাবা মোঙ্গল মিয়া।
শিবপুর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হইয়াছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.