ছোট ভাইকে খুনের দায়ে গ্রেফতার কৃত বড় ভাই
নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই সিরাজ খন্দকার (৫০) কে খুন করে স্বপরিবারে পলাতক থাকা বড় ভাই ইব্রাহিম খন্দকার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম খন্দকার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত আফসার উদ্দিন খন্দকারের ছেলে। নিহত সিরাজ খন্দকার তারই আপন ছোট ভাই।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসডি) মো. আল আমিন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ইব্রাহিম খন্দকারসহ আর পরিবারের লোকজন দেশীয় অস্র সস্ত্র নিয়ে ছোট ভাই সিরাজ খন্দকারের মুরগীর ফার্মে এসে তার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি মারপিট করে তাকে গুরুতর আহত করে।
এসময় সিরাজ খন্দকারের স্ত্রী মোসলেমা (৪০) স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও আহত করা হয়। এ সময় সিরাজ খন্দকার ও তার স্ত্রীর ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে ইব্রাহিম খন্দকার ও তার স্ত্রী সন্তানরা দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসি এসে গুরুতর আহত অবস্থায় সিরাজ খন্দকারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরপর ইব্রাহিম খন্দকার ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ছোট ভাই সিরাজ খন্দকারকে হত্যার পর বড় ভাই ইব্রাহিম ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিলে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার ভোরে মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ইব্রাহিম খন্দকারকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হাবিবুর রহমান সুমন
সম্পাদকীয় কার্যালয়ঃ শিবপুর, নরসিংদী।
মোবাইলঃ 01307898180 ইমেইলঃ shibpureralo24@gmail.com
Copyright © 2025 শিবপুরের আলো ২৪. All rights reserved.